রাজ নন্দন
সার্ভিস
রাজ নন্দন, দুই যুগেরও অধিক সময়কাল যাবত বাংলাদেশের RCC (রড-সিমেন্ট-কংক্রিট) এবং জিপসাম হোম ডেকোরেশন আইটেম প্রস্তুতকারক একটি অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। শৌখিন, রুচিসম্মত ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণে, রাজ নন্দন একই সাথে উৎকৃষ্ট ও সাশ্রয়ী ডেকোরেশন তৈরীতে বদ্ধপরিকর।
নিখুঁত , শৈল্পিক ও টেকসই ডিজাইনে অভিজ্ঞ ও দক্ষ রাজ নন্দন। আপনার বাড়ি বা অফিস ডেকোরেশনের জন্য রড-সিমেন্ট-বালু (RCC) ঢালাই ও GYPSUM দিয়ে আমরা কারুকার্যময় ডেকোরেশন তৈরী করে থাকি।
RCC (রড সিমেন্ট কংক্রিট)
- কারুকার্যময় পিলার/ Decorative Pillars
- নকশাকৃত নৈচা/ Decorative Balusters
- রেলিং/ Railing
- ঝর্না/ Water fountain
- ফুলের টব/ Giant Flower Pot
- চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের RCC ডেকোরেটিভ পিস
GYPSUM (জিপসাম)
- সিলিং রোজ/ Ceiling Rose
- কার্নিশ/ Carnish Design
- কর্নার/ Corner Design
- ঝুলন্ত ফলস সিলিং / False Ceiling Design
- যে কোন ধরনের নকশাকৃত জিপসাম ব্লকস/ Decorative Gypsum Blocks
আমাদের বিশেষত্বঃ
- যে কোনো পরিধি ও দৈর্ঘ্য
- যে কোনো ডিজাইন
- ঘাতসহ
- টেকসই
- সহজেই স্থাপন ঊপযোগী
- সহজেই পরিস্কার ও রং করার উপযোগী
- রুচিশীল ও নান্দনিক
- বিশ্বমান সম্পন্ন
- পরিবেশ বান্ধব
- সাশ্রয়ী মূল্যে সরবরাহ
- চাহিদা অনুসারে অনসাইট সেটিং ও ফিটিং
রাজ নন্দন, আপনার বাড়ীর ডেকোরেশন-ডিজাইন, তৈরী ও সরবরাহ করে,—সুলভে ও স্বল্প সময়ে।
রাজ নন্দন RCC ও GYPSUM ডিজাইন সার্ভিস —আপনার বাড়ীটিকে করে তুলতে পারে সৌন্দর্যে অতুলনীয় ও অপ্রতিদ্বন্দ্বী।
বাড়ীর লোড সাপোর্টিং এর জন্য পিলার বা কলামের কোনো বিকল্প নেই। কিন্তু কার্যক্ষেত্রে পিলারগুলো প্রয়োজন মিটালেও তা স্পেসে বাধার সৃষ্টি করে এবং নান্দনিকতারও ঘাটতি ঘটায়। অথচ, স্পেসের দিকে খেয়াল রেখে সঠিক ডিজাইন ও ডেকোরেশনের মাধ্যমে এই পিলারগুলোকেই বরং এতটাই নান্দনিক করে তোলা সম্ভব যে তা আপনার বাড়ীর সৌন্দর্যকে আরও বহুগুন বাড়িয়ে তুলতে পারে। এই ডেকোরেটেড পিলার ও ডিজাইনগুলোই হয়ে যেতে পারে আপনার বাড়ীর সৌন্দর্যের কেন্দ্রবিন্দু।

পিলার ডেকোরেশন
পিলারের পরিধি ৩ ইঞ্চি থেকে শুরু করে যে কোনো মাপের--গোলাকার বা চারকোনা হতে পারে। বাসস্থান বা অফিস যেকোনো বিল্ডিং-ই পিলার স্থাপনের উপযোগী। বাড়ীর বিভিন্ন স্থানেই পিলার ডেকোরেশন করে সৌন্দর্য বাড়িয়ে তোলা সম্ভব। ➤ বাসা বা অফিসের সামনের অংশে যতোগুলো কলাম করা হয় তার প্রত্যেকটিকে ডেকোরেশন করা যেতে পারে। ➤ মূল বিল্ডিং এর ড্রপ অয়ালের নীচে ব্যবহার করা যেতে পারে। ➤ ড্রয়িং ও ডাইনিং হলের মাঝখানে RCC আর্চ বা ডিজাইন বিট তৈরী করে মনোমুগ্ধকর পার্টিশন তৈরী করা সম্ভব। ➤ বাড়ী বা অফিসের মূল দরজার দুই পাশে ব্যবহার করা যেতে পারে ➤ সীমানা প্রাচীরের প্রধান গেট ও কলামগুলোতে পিলার ডেকোরেশন ব্যবহার করা যেতে পারে।

বাড়ীর বাইরের অংশ
বাড়ীর বাইরের দিকের কলাম পিলার, কর্নার, জানালা ও দরজার বাহির দিক, গেইট ডেকোরেশনের জন্য রয়েছে আমাদের ছোট বড় নানা ধরনের ডেকোরেশন।

বাড়ীর ভেতরে
বাড়ীর ভেতরে দিক সাজাতে ব্যবহার করতে পারেন ইনসাইড পিলার, জানালা ও দরজার ইনসাইড ডেকোরেশন, কর্নার, কার্ণিশ, ডেকোরেটিভ পিস, ডিজাইন বিট ইত্যাদি।

সিলিং
সিলিং এর জন্য রয়েছে সিলিং রোজ। সিলিং রোজ এক থেকে শুরু করে বহু রঙ ও বিবিধ পরিধির হতে পারে। ঝাড়বাতি বা সিলিং ফ্যানের উপরে ছাদের শোভা বর্ধনে সিলিং রোজ অপ্রতিদ্বন্দ্বী।

ছাদ
বাড়ীর ছাদের রেলিং এ ডেকোরেটিভ নৈচা, ছাদের মাঝখানে ডেকোরেটিভ পিস, গাছ লাগানোর জন্য ডিজাইনড ফুলের টব ব্যবহার করা যেতে পারে।

সিঁড়ি ও রেলিং
সিঁড়ির রেলিং এর হাতল গুলোর জন্য কাস্টম ডেকোরেশন ও নকশাকৃত নৈচা ব্যবহার করা যেতে পারে।

বাড়ির আঙ্গিনা
বাড়ির আঙ্গিনায় ডেকোরেটিভ নৈচা, এক্সট্রা লার্জ ফ্লাওয়ারভাস, ফুলের টব, অয়াটার ফাউন্টেন, চেয়ার-টেবিল, ভাস্কর্য বা যে কোনো এবস্ট্রাক্ট ডিজাইন ব্যবহার করা যেতে পারে।