পিলারের মাপ অনুযায়ী রড, সিমেন্ট, জালি, সিলেট স্যান্ড বালু দ্বারা ডাইসের মাধ্যমে তৈরী করা হয় ডিজাইন (অর্নামেন্টস)। এরপর প্রয়োজন অনুসারে কিউরিন করে সেই ডিজাইন (অর্নামেন্টস) প্রতিস্থাপন করা হয় স্ট্রাকচারের গায়ে।
একইভাবেই, RCC মেটারিয়ালেই তৈরী করা হয় উইন্ডো/ডোর ডেকোরেশন, নৈচা, রেলিং, ওয়াটার ফাউন্টেন, ফুলের টব বা চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রিকাস্টিং ডিজাইন।
RCC ডেকোরেশনে আমরা ব্যবহার করি মানসম্মত সিমেন্ট, রড, বালু ও অন্যান্য সামগ্রী। মালয়েশিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত দক্ষ টেকনেশিয়ান দ্বারা আমরা আমাদের RCC পণ্য উৎপাদন করে থাকি।