Raj Nandan

ঐতিহ্য, সৃজনশীলতা ও আভিজাত্যের ছোঁয়ায় সৃষ্টি হোক আপনার বাড়ি ‒স্বপ্নের প্রাসাদ।

আপনার বাড়িকে রাজকীয় ভঙ্গিমায় সাজাতে চাইলে আজই যোগাযোগ করুন রাজ নন্দন এ

অল্প কথায়

আমাদের গল্প

রাজ নন্দন, দুই যুগেরও অধিক সময়কাল যাবত, বাংলাদেশের RCC (রড-সিমেন্ট-কংক্রিট) এবং জিপসাম হোম ডেকোরেশন আইটেম  প্রস্তুতকারক একটি অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। আপনার বাড়ি বা অফিস ভবনটি সৌখিন, রুচিসন্মত, রাজসিক ও দৃষ্টিনন্দন করে তুলতে আমরা উৎকৃষ্ট ও সাশ্রয়ী ডেকোরেশন তৈরীতে বদ্ধপরিকর।

দেশী-বিদেশি উপাদান ও টেকনোলজীর মিশ্রনে, নিজস্ব ডিজাইনে, আমরা শৈল্পিক ও টেকসই ডিজাইন প্রস্তুত করে থাকি। বাড়ি বা অফিসের এক্সটেরিয়র ও ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য রড-সিমেন্ট-বালু (RCC) ঢালাই ও GYPSUM দিয়ে কারুকার্যময় প্রিকাস্টিং ডেকোরেশন তৈরীতে রাজ নন্দনের সুনাম দীর্ঘদিনের। এই সুনাম ও দক্ষতা টিকিয়ে রাখতে রাজ নন্দন ও তার টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনার বাড়ীটিকে আপনার মনের মতো করে সাজিয়ে দেয়াই রাজ নন্দনের বিজনেস মিশন ও ভিশন।

রাজ নন্দন এর

দক্ষতা

RCC ডেকোরেশন

পিলারের মাপ অনুযায়ী রড, সিমেন্ট, জালি, সিলেট স্যান্ড বালু দ্বারা ডাইসের মাধ্যমে তৈরী করা হয় ডিজাইন (অর্নামেন্টস)। এরপর প্রয়োজন অনুসারে কিউরিন করে সেই ডিজাইন (অর্নামেন্টস) প্রতিস্থাপন করা হয় স্ট্রাকচারের গায়ে।

একইভাবেই, RCC মেটারিয়ালেই তৈরী করা হয় উইন্ডো/ডোর ডেকোরেশন, নৈচা, রেলিং, ওয়াটার ফাউন্টেন, ফুলের টব বা চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রিকাস্টিং ডিজাইন।

RCC ডেকোরেশনে আমরা ব্যবহার করি মানসম্মত সিমেন্ট, রড, বালু ও অন্যান্য সামগ্রী। মালয়েশিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত দক্ষ টেকনেশিয়ান দ্বারা আমরা আমাদের RCC পণ্য উৎপাদন করে থাকি।

জিপসাম-GYPSUM

অত্যান্ত উন্নত মানের GYPSUM দ্বারা আমরা প্রস্তুত করে থাকি জিপসাম সামগ্রী।

প্রস্তুত প্রক্রিয়ায়, কাঁচামাল শুকিয়ে যাবার পর, টেম্পারিং চেক প্রক্রিয়া সম্পন্ন করেই তা সরবরাহ ও সেটিং করা হয়।

জিপসাম দ্বারা তৈরী করা হয় সিলিং রোজ, কার্ণিশ, কর্ণার, ঝুলন্ত ফলস সিলিং ইত্যাদি বা প্রয়োজন অনুযায়ী যে কোনো ডিজাইন।

আসুন কথা বলি

হ্যালো বলুন

এস্টিমেটের জন্য